সাতক্ষীরা জেলা মহিলা দলের আহবায়ক মিসেস হোসনে আরা মমতাজ এর দাফন সম্পন্ন

সাতক্ষীরা জেলা মহিলা দলের আহবায়ক মিসেস হোসনে আরা মমতাজ এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর বেলা ২টার সময় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জানাযা শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। স্বাস্থ্য বিধি মেনে জানাযায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মরহুমার আত্মীয় স্বজনসহ শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।

অসুস্থ জনিত কারণে দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় ২২ জুলাই বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।

এদিকে মিসেস হোসনে আরা মমতাজ এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপি’র জন্মলগ্ন থেকেই তিনি সকল লোভ-লালসার ঊর্ধ্বে থেকে নিরলসভাবে দলের জন্য কাজ করেছেন।
তার মেধা ও সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত এবং অক্লান্ত পরিশ্রমের ফলে সাতক্ষীরা জেলায় মহিলা দল সাংগঠনিকভাবে লক্ষ্য অর্জনে সফল হয়েছিল।

জেলা বিএনপি: দলের পক্ষে বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মো: আবুল হোসেন, জেলা শ্রমিকদলের সভাপতি মো: আব্দুস সামাদ, জেলা জাসাসের আহবায়ক এড. সৈয়দ ইখলেছার আলী, জেলা বিএনপির সদস্য ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির সদস্য মো: শের আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, শেখ মাসুম বিল¬াহ শাহিন, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আশরাফুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাবলু, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক ফরিদা আক্তার বিউটি, সদস্য সালেকা হক কেয়াসহ সাতক্ষীরা জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা মহিলা দলের শোক: সাতক্ষীরা জেলা মহিলা দলের আহবায়ক মিসেস হোসনে আরা মমতাজ এর মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা মহিলা দলের সদস্য ফরিদা আক্তার বিউটি, খুরশিদ জাহান শিলা, ফেরদৌসী আরা লুসি, সালেকা হক কেয়া। প্রেসবিজ্ঞপ্তি

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।