ইউনিয়ন প্রতিনিধি (অভয়নগর) যশোর:
যশোর জেলার অভয়নগর উপজেলার কোটা হাফিজিয়া পুরুষ ও মহিলা মাদ্রাসার মহিলা শাখার সভাপতি হাজী শেখ আব্দুস সবুরের বিরুদ্ধে ওই মাদ্রাসার এক শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে মাদ্রাসার আবাসিক রুমে ঢুকে ওই শিক্ষিকাকে ধর্ষণের উদ্দেশ্যে এ শ্লীলতাহানি ঘটানো হয়। ঘটনার পর ওই সভাপতি তার দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন।
অভয়নগরে ঐতিহ্যবাহী কোটা সিনিয়র ফাজিল মাদ্রাসার অভ্যান্তরে অবস্থিত ওই মাদ্রাসার এক জন প্রভাবশালী কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুরে ওই শিক্ষিকা মাদ্রাসার আবাসিক হলে তার রুমে ঘুমিয়ে ছিলো। এ সুযোগে ওই বিভাগের সভাপিত হাজী আব্দুস সবুর শিক্ষিকাকে জাপটে ধরেন। শিক্ষিকা চেচামেচি করলে সভাপতি দৌড়ে পালিয়ে যান। ঘটনার পর আব্দুস সবুর তার সভাপতির পদ থেকে ইস্তফা চেয়ে দরখাস্ত দিয়েছেন। এ ঘটনায় ওই শিক্ষিকা বিচার চেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
আজ বুধবার বিকালে এ বিষয়ে মাদ্রাসায় একটি সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওই সভাপতির বিরুদ্ধে শাস্তির দাবিতে এলাবাসী বিক্ষোভ প্রদর্শণ করেন।