অভয়নগরে র‌্যপিড টেস্টে ৫ জনের দেহ করোনা শনাক্ত

সব্যসাচী বিশ্বাস (অভয়নগর) যশোর:

যশোর জেলার অভয়নগর উপজেলায় করোনা সংক্রমনের হার গত দুই দিনে স্থিতিশীল থাকলেও আজ ২৮ জুলাই ২০২১ বুধবার উপজেলা থেকে প্রাপ্ত করোনা তথ্য চিত্রে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা র‌্যপিড টেস্ট রিপোর্টে ৫ জনের দেহে করোনা পটজেটিভ শনাক্ত হয়েছে। আজ সুস্থ্য হয়েছেন ১৭ জন। এ ছাড়াও আজ ৩৩ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। আগামীকাল সে রিপোর্ট আসবে বলে জনা গেছে। উপজেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্য ২৫৯ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১৫ জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৪ জন। এপর্যন্ত উপজেলায় মোট ৫ হাজার ২৬০ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৭১৪ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৪৬৭ জন এবং মৃত্যু বরণ করেছেন ৪১ জন।

Check Also

আশাশুনির কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ধ্বস।।আতঙ্কিত এলাকাবাসী

আশাশুনি উপজেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিতএস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা প্রতিনিধি।।আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।