তুমি ডুবাও তুমি ভাসাও
কিনারে দাও তুলে
তোমার রহম ছাড়া প্রভু
শান্তি পায় না দিলে।
অপরাধ পাপ ক্ষমো হে দয়াল
আবেদের পানে চাও
বড়ো মুসিবতে পড়ে ডাকি হায়
একবার সাড়া দাও।
তোমার সৃষ্টি সব মাখলুক প্রাণ
যা চাও করো তুমি
মারো রাখো রঙ লীলায়
দেখি চেয়ে শুধু আমি।
জগৎ সংসার দ্যুলোক ভুলোক
গড়েছো আপন মনে
তবু বাসা বাঁধে সংশয় প্রাণে
কত মুখে কত জনে!
ফকির লালন কয়-
খোদাতে জয়
… অপার হয়ে বসে আছি
ও হে দয়াময়
পারে লয়ে যাও আমায়।
আমি ভোলা কই-
মোরা সৃষ্টি
তুমি প্রভু প্রিয় রেখো দৃষ্টি
চাইলে পরো সব করিতে সংহার
যাচি তব পানে-
দাও গো অধিকার
এ ভুবনে সুখে বাঁচার।
তুমি দিব্যজ্ঞাণী
স্বামী নিরঞ্জনী
প্রভু ঈশ্বর পরমাত্মা
তোমাকে স্বরে পাই শান্তি বারতা
ইহ-পরোলোকে অভয় নিরাপত্তা।
ফকির লালন কহে-
আল্লাহর নাম সার করে যে জন
বসে রয়
তাঁর কিসের কালের ভয়
ওরে কিসের মরণ ভয়।।