সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীরের শ্বশুরের ইন্তেকাল: জামায়াতের শোক

সাতক্ষীরা জেলা জামায়েতের নায়েবে আমীর মোঃ নূরুল হুদার শ্বশুর কাজী ফজলুর হক বাধ্যক্য জনিত কারণে গত কাল রাত আনুমানিক ১২:০০ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মেলা বাজার শাহী জামে মসজিদের সাবেক সভাপতি ছিলেন। মৃত্যু কালে তিন ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় সজন বন্ধু-বান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা নামায গতকাল সোমবার বাদ জোহর তালা শহরে নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজে ইমামতি করেন মরহুমের মেজ জামাতা সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ নূরুল হুদা। জানাযা নামায শেষে মরহুমের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

জানাযা পূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীল নেতা সরদার জাকির হোসেন, জাতীয় পাটির সভাপতি সাবেক চেয়ারম্যান সাংবাদিক নজরুল ইসলাম, মরহুমের ছোট ভাই কাজী মারুফ হোসেন,আলহাজ্ব ডাঃ মোঃ মাহমুদুল হক উপজেলা আমীর মাওঃ মফিদুল্লাহসহ অনেকে।
মরহুমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা জামায়েতের আমীর হাফেজ মুহাদ্দিস মোঃ রবিউল বাশার গভীর শোক ও শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃত্তি দিয়েছেন।
সমবেদনা জানিয়েছেন, তালা উপজেলা জামায়েতের আমীর মাওঃ মফিদুল্লাহ, সেক্রেটারী অধ্যপক ইদ্রিস আলীসহ অনেকে। প্রেসবিজ্ঞপ্তি:

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।