পাঠশালাতে হয় যে মোদের
প্রথম হাতে খড়ি,
হেসে খেলে আমরা সবাই
একই সাথে পড়ি।
পিতামাতা শিক্ষাগুরু
আছেন যতো ভাই,
দুঃখ গুলোর ভাগী হবো
সুখ বিলাবো সবাই।
শিক্ষাগুরু মহান সবার
শ্রদ্ধা তাহার তরে,
জ্ঞানের ছাতা মাথায় নিয়ে
চড়ছি সোনার নায়ে।
ফুলের মতো গড়বো জীবন
জ্বেলে জ্ঞানের আলো,
আহার দেবো অনাহারে
বাসবো তারে ভালো।
কলমটারে রাখবো করে
ন্যায়ের তরবারি,
বন্ধ হবে দুর্নীতি আর
ঘুষের কারবারি।