সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফম রুহুল হক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির মাথার দাম কোটি টাকা ঘোষনা দিয়ে ফেসবুক পোষ্ট দেয়ার ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। সোমবার বেলা ১১টায় জেলা আইন শৃংখলা কমিটির সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার প্রস্তাব দেন। রোববার দুপুরে সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ রুহুল হক ও সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ছবিসহ তাদের দু’জনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার ঘোষনা দিয়ে পোষ্ট দেয়া হয় ফেসবুক আইডিতে। দু’দিন আগে খোলা ওই ফেসবুক আইডি নিয়ে তদন্ত কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …