সোনার বাংলা — বিলাল মাহিনী

ফুল পাখিদের রঙ ও রূপে
খাসা সোনার বাংলা,
খাল-বিল আর পুকুর ডোবায়
জাতীয় ফুল শাপলা।

উন্নয়নের ছোঁয়ায় আজ
ডিজিটাল এই দেশ,
রাত দুপুরে সেতুর বাতি দেখতে লাগে বেশ!

সু-শিক্ষা আর সংস্কৃতিতে গড়বো আমার দেশ,
সুখের বাতাস ছড়িয়ে দেবো রবে না কষ্ট-ক্লেশ।

ঐশী জ্ঞানের আলো হতে রবে না কেউ দূরে,
বিশ্বলোকে লাল-সবুজকে ধরবো উঁচু করে।

Check Also

সুন্দরবনে পরিবারের সঙ্গ: কাইয়ুম রাজের আনন্দঘন ভ্রমণ

আমি এবিএম কাইয়ুম রাজ। এবারের ঈদে আমি নানুবাড়ি গিয়েছিলাম। ঈদের আনন্দ পরিবারের সবার সঙ্গে ভাগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।