আব্দুল্লাহ,শার্শা প্রতিনিধিঃ
বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে ২ টাকার ও ১ টাকার মোট ৮৩ হাজার টাকার কয়েন সহ আবদুর রহমান (৩০)নামে একজন কে আটক করেছে বিজিবি। কয়েন গুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে সে বিজিবির কাছে স্বীকার করেছেন।
শুক্রবার যশোর-বেনাপোল সড়কের আমড়াখালি চেকপোস্ট এলাকা তাকে আটক করা হয়।
আটক আব্দুর রহমান বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আবুল কালামের ছেলে।
বিজিবি আমড়াখালী চেকপোস্ট সুবেদার শাহীন রহমান জানান.গোপন সংবাদে জানতে পারি আব্দুর রহমান নামে এক ব্যক্তি ভারতে পাচারের জন্য বিপুল পরিমান কয়েন নিয়ে নাভারন থেকে ইজিবাইক করে বেনাপোলের দিকে যাবে।
এমন সংবাদের ভিত্তিতে বিজিবির তল্লাশি জোরদার করে আমড়াখালি চেকপোস্টে ইজিবাইক টি থামিয়ে ৭টি বস্তায় থাকা ৮৩ হাজার কয়েন সহ আসামিকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।