অভয়নগরে ১৪ বছরের কিশোরকে হত্যা চেষ্টা

ইউনিয়ন প্রতিনিধি (অভয়নগর) যশোর :

যশোর জেলার অভয়নগর উপজেলার বাশুয়াড়ী গ্রামে দিনে-দুপুরে ১৪ বছর বয়সী এক কিশোরকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ১৩ আগষ্ট ২০২১ শুক্রবার বেলা তিনটার দিকে বাশুয়াড়ী উত্তরপাড়া বিলের মধ্যে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বাঁধায় প্রাণে বেঁচে যায় ছেলেটি।

প্রত্যক্ষদর্শী ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভয়নগরের শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের বাসিন্দা ইসহাক শেখ (৫২) এ হত্যাচেষ্টা চালায়। কিশোর হাসিব আকুঞ্জীকে হাতে থাকা কাস্তে দিয়ে গলায় আঘাত করে কিন্তু তা ব্যর্থ হয়।

খোজ নিয়ে জানা যায়, গত দশ বছর পূর্বে ঘটে যাওয়া ভাঙাড়ী ব্যবসায়ী ইমন হত্যা কান্ডের আসামি ইসহাক কিশোর হাসিবের গলায় কাস্তে দিয়ে আঘাত করার সময় আশে পাশে জমিতে কর্মরত লোকজন এসে পড়লে সে পালিয়ে যায়। হাসিবের গলায় কাস্তের আঘাতে সামান্য কেঁটে যাওয়ার চিহ্ন দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী মো: উজির শেখ জানান, “ইসহাকরে দেখলাম ঘাস কাটতেছে, এটটু পরে হাসিব আসলো, দুইজনে কি বিষয় নিয়ে যেন ঝগড়া করতিলো, এক সময় দেখলাম ইসহাক ওর হাতের কাচি(কাস্তে) দিয়ে কোপ মারতি গেলো, হাসিব পড়ে গিলো (গিয়েছিলো), এরপরে ইসহাক ওরে জবোই করবে বলে আগোয়ে আসলো, তার আগেই আমি চেচান (চিৎকার) দিয়ে দোড়োয়ে (দৌড়ে) আইসে(এসে) ওরে ঠেকাই। আরো লোকজন আসলি ইসহাক চলে যায়। তবে জবোই করার চেষ্টার সময় ইসহাক কতিলো(বলেছিলো) ইমনরে যেভাবে মারিলাম তোরেও দেবো শেষ করে।”

হত্যা চেষ্টাকারী ইসহাকের সাথে কথা বললে তিনি জানান, “হাসিব আমার ১২ বছরের মায়েরে(মেয়েকে) ভাবি কয়ে (বলে) ডাকে।এই কারণে ওরে আমি কুপাতি(কোপ মারতে) গিলাম (গিয়েছিলাম) তা কোপ মারিনি।”

হত্যা চেষ্টার শিকার আহত কিশোর হাসিব জানায়, ইসহাক আমাকে আহত করেছে।

এ বিষয়ে প্রতিবেদন তৈরী করার সময় অবধি জানা যায় যে, হত্যা চেষ্টাকারী ইসহাকের বিরুদ্ধে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।