যশোরের বসুন্দিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতাঃ

যথাযথ মর্যাদায় বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করেছে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বিভিন্ন সংগঠন।

সকাল সাড়ে ১১টায় বসুন্দিয়া ইউনিয়ন পরিষদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে চেয়ারম্যানের সভাপতিত্বে আওয়ামী লীগ ও সমমনা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।তাছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উদযাপন করেছে।

এদিকে প্রেসক্লাব বসুন্দিয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি আবু তাহের এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।তিনি বঙ্গবন্ধুর জীবনের উপর বিস্তারিত আলোচনা করেন। সংগঠনের সেক্রেটারি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অমল কৃষ্ণ পালিত, রাসেল হোসেন, হুমায়ুন কবির প্রমুখ।এসময় মোনাজাত পরিচালনা করেন হুমায়ুন কবির।

Check Also

সাতক্ষীরায় ছাত্রদলে র‌্যালি ও  সমাবেশ অনুষ্ঠিত

আহসান হাবীব:  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।