স্কুলে ফিরেছে আফগান ছাত্রীরা

তালেবান পুনরায় আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর সব শঙ্কা উড়িয়ে স্কুলগুলোতে আবারো শুরু হয়েছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।

আফগানিস্তানের পশ্চিমাঞ্চল হেরাত প্রদেশের অবস্থা তুলে ধরে বুধবার সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, স্কুলছাত্রীরা সাদা হিজাব ও কালো টিউনিক পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে এমন ভিডিও প্রকাশ পেয়েছে।

হেরাত শহরে যথারীতি খুলেছে স্কুলের দরজা। ছাত্রীরা স্কুল বারান্দায় ছোটাছুটি করছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনাগুলোতে জড়ো হয়ে গল্প করছে। স্কুলছাত্রীরা এমন আচরণ করছে যেন আফগানিস্তানে গত দু’সপ্তাহে কোনো সঙ্ঘাত বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।

যদিও এমন শঙ্কার সৃষ্টি হয়েছিল যে তালেবান হয়তো নারী শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিবে। কিন্তু সরকারি ও স্থানীয় যোদ্ধাদের হটিয়ে তালেবান যোদ্ধারা হেরাত নিয়ন্ত্রণে নেয়ার পর শহরটিতে নারী শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তারা ভিডিও ধারণের মাধ্যমে এ নারী শিক্ষা কার্যক্রমের এ স্বাভাবিক অবস্থার খবর প্রকাশ করেছে।

হেরাত শহরের স্থানীয় এক স্কুলছাত্রী রোকাইয়া এ বিষয়ে বলে, আমরা অন্যান্য দেশেরে মতো প্রগতি চাই। আমরা বিশ্বাস করি তালেবান কর্তৃপক্ষ এ শহরের নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা আফগানিস্তানে শান্তি চাই।

হেরাতের এক স্কুলের প্রিন্সিপাল বসিরা বসিরতখা বলেন, আবারো স্কুল খুলতে পেরে আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের অধিকাংশ ছাত্রীই হিজাব পরে স্কুলে এসেছে। আমাদের স্কুলে পরীক্ষাগুলোও সঠিক ভাবে নেয়া হচ্ছে।

এদিকে ব্রিটেনের স্কাই নিউজকে নারী শিক্ষার বিষয়ে তালেবান মুখপাত্র সুহেল শাহিন বলেছেন, নারীরা প্রাথমিক থেকে উচ্চশিক্ষা নিতে পারবে। মানে, তারা বিশ্ববিদ্যালয়েও যেতে পারবে।

এছাড়া নারীদের অধিকার সংক্রান্ত গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আমাদের শাসনব্যবস্থায় নারীরা পড়াশোনা ও কাজ করতে পারবেন।

তিনি আরো বলেন, আমাদের শাসন ব্যবস্থায় আফগান সমাজের নারীরা খুবই সক্রিয়ভাবে দেশের কল্যাণের জন্য কাজ করতে পারবেন।

সূত্র : আলজাজিরা

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।