চৌগাছায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৪ লক্ষাধিক টাকার সহায়তা প্রদান

মোঃ রুহুল আমিন(চৌগাছা)যশোর,প্রতিনিধিঃ

 

আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়ী, হতদরিদ্র ও শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষাধিক টাকা মানবিক সহায়তা প্রদান।

আজ শুক্রবার সকাল ১১ টার দিকে চৌগাছায় এই সহায়তা প্রদান করা হয়। এসময় ৩ জনকে ৩টি ভ্যান, ৬ জনকে ৬টি নলকূপ,১২ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে নগদ অর্থ ও ৪০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ গোলাম মোরশেদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মাওঃ গিয়াস উদ্দীন, সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ইমদাদুল হক, জামায়াত নেতা মাওঃনুরুজ্জামান,পৌর জামায়াতের আমির মাওঃ আব্দুল খালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চৌগাছা উপজেলা শাখার সভাপতি মোঃ তুহিনুর রহমান, নারায়ণপুর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ সোলায়মান হোসেন, পাশাপোল ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ শাহ আলম, জগদীশপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃ মাহবুবুর রহমান, সুখপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আব্দুল আলিম, সিংহঝুলী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ জহুরুল ইসলাম,ধুলিয়ানী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

Check Also

বাগেরহাটে বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ড, নারীর মৃত্যু

বাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে এক নারীর মৃত্যু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।