তালেবানরা কাবুল দখলের পর আফগানিস্তানে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
বাংলাদেশের স্থানীয় সময় শুক্রবার সকালে এক টুইটে অ্যান্টনি ব্লিনকেন নিজেই এ তথ্য নিশ্চিত করে লিখেছেনঃ
জয়শঙ্করের সাথে আজ আফগানিস্তান নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আমাদের ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখতে সম্মত হয়েছি।
উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক যোগ দিতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন জয়শঙ্কর। বুধবার নিউ ইয়র্কে সাংবাদিকদের কাছে এস জয়শঙ্কর বলেন, আফগানিস্তান পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে ভারত। আফগানিস্তান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ও অন্য সহকর্মীদের সঙ্গে কথা বলেছি। কথা বলেছি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। অন্য সবার মতোই এই মুহূর্তে আফগানিস্তানে পরিবর্তিত পরিস্থিতির দিকে আমরা অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখছি।