যশোরের দুঃখ ভবদহের স্থায়ী সমাধান দাবিতে সংবাদ সম্মেলন

সব্যসাচী বিশ্বাস (অভয়নগর) যশোর :

যশোর জেলার অভয়নগর ও মনিরামপুর উপজেলার মানুষের গলার কাটা “যশোরের দুঃখ” খ্যাত ভবদহ বিলের পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের দাবিতে যশোরে সংবাদ সম্মেলন হয়েছে।

উক্ত সংবাদ সম্মেলনে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন,অবিলম্বে বিলকপালিয়ায় টিআরএম বাস্তবায়ন, জমি অধিগ্রহণ করে আমডাঙ্গা খাল গভীর ও প্রশস্ত করণ, খালের দুইপাড়ে টেকসই প্রাচীর নির্মাণকরে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, মুক্তেশ্বরী-টেকা- হরি- শ্রী নদীতে পড়া পলি অপসারণ, প্রস্তাবিত ৫০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলসহ সকল কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কার্যকর করতে হবে।

একই দাবিতে ২৪ আগস্ট মঙ্গলবার যশোর অস্থায়ী কার্যালয়ে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিত বাওয়ালীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, নাজিম উদ্দিন, জিল্লুর রহমান ভিটু, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, কমিটির অন্যতম নেতা গাজী আব্দুল হামিদ প্রমুখ।

Check Also

আশাশুনির কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ধ্বস।।আতঙ্কিত এলাকাবাসী

আশাশুনি উপজেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিতএস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা প্রতিনিধি।।আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।