সব্যসাচী বিশ্বাস (অভয়নগর)যশোর:
যশোর জেলার অভয়নগর উপজেলার ভৈরব উত্তর পূর্বাঞ্চলের চারটি ইউনিয়নের গ্রাম অঞ্চলের একাধিক কাঁচাপাকা রাস্তা বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাতে সাধারন মানুষের ভোগান্তি চরমে। ২৫ আগষ্ট ২০২১ বুধবার ভৈরব উত্তরের একাধিক গ্রামে সরেজমিনে ঘুরে দেখা গেছে এসব দৃশ্য।
অভয়নগর উপজেলার ৭ নং শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের দক্ষিণ পাড়ার বাশুয়াড়ী টু ঋষিপাড়ার রাস্তার মাঝে প্রায় এক কিলোমিটার রাস্তা বৃষ্টিতে কাঁদা হয়ে চলাচলে একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। দেখা গেছে, রাস্তার দুপ্রান্তে পিচের রাস্তা হলেও রাস্তার মাঝে এই এক কিলোমিটার পাকা না হওয়াতে একটু বৃষ্টিতেই পানি জমে কাঁদার সৃষ্টি হয়। একই ইউনিয়নের রানাগাতি গ্রামের পাকা ইটের রাস্তার উপর বৃষ্টির পানি জমে কাঁদা হওয়ার কারণে সাধারনের পথ চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ ছাড়াও ৭ নং শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া,শুকপাড়া,হিদিয়া,গোপিনাথপুরের ঘের পাড়সহ প্রায় ১০ টি রাস্তার একই অবস্থা। এদিকে সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী উত্তর পাড়া,উত্তর বিল-পাড়া,আদুখার মাঠের উত্তর বিলের রাস্তা,সহ প্রায় ৯ টি রাস্তায় কাঁদার কারনে সাধারন মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
অভয়নগর উপজেলার ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বর হাফিজুর রহমান জানালেন, রাস্তার পাশে মাছের ঘের কাটায় পানি সরানোর কোন বিকল্প না থাকায় প্রায় ৩০ টি পরিবারের উঠানে পানি উঠে গেছে।
নাউলী উত্তরপাড়া ও আড়পাড়ায় সরেজমিনে দেখা যায়, রাস্তার উপর পানি জমে আছে একাধিক বাড়ির উঠানে পানি জমে আছে।
উপজেলার ৬ নংবাঘুটিয়া ইউনিয়নের ভবানিপুর টু পোতপাড়ার বাগানের মধ্যে রাস্তার উপর কাঁদা হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তা ছাড়া ভুগিলহাট নদীর পাড়ের রাস্তা,পাইকপাড়ার বিলের রাস্তা,সিংগাড়ী শিবনগর টু বানিপুরের রাস্তাসহ একাধিক রাস্তায় বৃষ্টির পানি জমে কাদা হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসি।
অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের মালাধরা টু কোদলা দুই কিলোমিটার রাস্তার মালাধারার অংশ পাকা হলেও কোদলার অংশ এখনও কাঁচাই রয়েছে। মালাধারা হতে নওয়াপাড়ায় যাওয়ার সবচেয়ে সহজতম রাস্তা একটু বৃষ্টি হলেই এই কাঁচা অংশে পানি জমে কাঁদা হয়। চলাচলে ভোগান্তিতে পড়ে এলাকাবাসী, প্রায় ৫ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। যদি উক্ত রাস্তাটি পাকা করা যেত তাহলে এই ভোগান্তিতে পড়তে হতো না।
নড়াইল টু ভাটপাড়া রাস্তার অভয়নগরে প্রবেশদ্বার ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের। জয়খোলা গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান জয়খোলা শেখ আব্দুল ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে পাকা রাস্তার উপর তৈরী হয়েছে গর্ত। বৃষ্টি হলেই যেন পুকুরে পরিণত হয়, ঘটে দুর্ঘটনা। এলাকাবাসীর দাবী রাস্তার এ অংশ মেরামত করতে পারলে রাস্তাটি দুর্ঘটনা মুক্ত হতে পারতো।