কি চাই কেনো চাই – বিলাল মাহিনী

জ্বালো জ্বালো আগুন জ্বালো
এটা আমার নীতি নয়
তাবলীগের চিল্লায় চলো
ভিন্ন মতের মানুষ মারো জেলে ভরো
ধর্মের নামে হিংসা পোষো, ভক্ত-মুরিদের পকেট কাটো
এও আমার নীতি নয়
আমি চাই –
সাম্য-সুশাসনের বাংলাদেশ
প্রাচীন ঐতিহ্যের দেশ
শস্য শ্যামল সুফলা সবুজ মাঠ
নদীর কলতান, ফুলের সুবাস

চাই-
মানবিক মর্যাদায় গড়ে উঠা প্রেমধর্মের স্বদেশ
যেখানে বিচারের বানী কাঁদবে না নিভৃতে
যে গ্রহে প্রতিধ্বনিত হবে-
‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’

এমন রাষ্ট্র চাই –
যেখানে মানুষ হবে সামাজিক
ব্যথিত হবে একে অন্যের দুঃখে
সুবিচারের বায়ু বইবে জগৎ জুড়ে
শুধু মানবিক মূল্যবোধ নামক একটি সুতোয় বাঁধা থাকবে সমাজ-রাষ্ট্র।

Check Also

সাতক্ষীরায় বিজিবির অভিযানে দশ লাখ টাকার মালামাল আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় দশ লক্ষ টাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।