সাতক্ষীরায় ব্রিজের নিচে অবৈধ বাঁধ দিয়ে চলছে প্রভাবশালীদের দখল

আশাশুনি ব্যুরো: আশাশুনির গুনাকরকাটি বেইলী ব্রিজের নিচে নদীর চরে বাঁধ দিয়ে অবৈধ দখলের মহোৎসব শুরু হয়েছে। একের পর এক নদীর চরে বাঁধ দিয়ে চর দখলের ঘটনায় এলাকার মানুষের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।

ব্রিজের আশপাশসহ এলাকার বিভিন্ন স্থানে বেতনা নদীর চরে প্রবাহমান স্রোতকে আটকে নিয়ে মাটির বাঁধ দিয়ে অবৈধ দখলের অভিযোগ রয়েছে। প্রতি বছর অসংখ্য স্থানে নতুন নতুন বাঁধ দিয়ে চর দখলের মহোৎসব যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাড়িয়েছে।

এতে প্রতি বছর নদীর ¯্রােত বাধাগ্রস্থ হয়ে নতুন নতুন চর জেগে উঠছে। ফলে চর দখল করে মাছের ঘের করা, ঘর বেধে দখল মজবুত করার ঘটনা অহরহ ঘটে চলেছে। এরই ধারাবাহিকতায় কুল্যা ব্রিজের তলদেশসহ পাশের চরে গতদিন ধরে রাতের আঁধারে মাটির বাঁধ দিয়ে দখল প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বাঁধের কাজ শেষ হলে প্রথমে মৎস্য ঘের হিসেবে ব্যবহার এবং সুযোগমত সেখানে ছোট ঘর ও পরবর্তীতে ক্রমে ক্রমে ঘরের সংখ্যা বাড়িয়ে বসবাস শুরু করে দখল পাকাপোক্ত করা হতে পারে। এব্যাপারে উপজেলা ভ‚মি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।