বিলাল হোসেন, মুন্সিগঞ্জ (শ্যামনগর): বুধবার বিকাল সাড়ে ৫টার সময় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামের কালিপদ বর্মনের ছেলে রবীন্দ্রনাথ বর্মন (ঠাকুর) ও শত্রুঘনের ছেলে ঝন্টু বর্মনের পুকুরে বন্যপ্রাণি ভোদড় গেলে জাল দিয়ে ধরে পিটিয়ে হত্যা করে। স্থানীয়রা বারবার মারতে নিষেধ করলেও কারো কথা কর্ণপাত না করে প্রকাশ্য প্রাণিটি পিটিয়ে হত্যা করে তারা। সিপিপির স্বেচ্ছাসেবক নুর আলম বলেন, আমরা ভোঁদড়টি ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেও কোনো রক্ষা হলো না। আমাদের সামনে পিটিয়ে মারলো।
উল্লেখ্য গত চারদিন আগে ৩৩ বিজিবি সাতক্ষীরার উদ্ধারকৃত বন্যপ্রাণি সুন্দরবনে অবমুক্ত করে। রবিবার দুপুর ২টায় সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়ন থেকে উক্ত বন্যপ্রাণি বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তাদের কাছে সুন্দরবনে অবমুক্ত করার জন্য হস্তান্তর করেন। বিলুপ্তপ্রায় ভোঁদড় পিটিয়ে হত্যা করায় স্থানীয়রা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।