বৃষ্টি ছোঁয়ার সময় হয় এখন তোমার? পথের ধারে দাঁড়িয়ে থাকো কি এখনো আমার আশায়!
আমার আঁখি পানে চেয়ে দেখতে পাও কি সাত রাঙা রামধনু?
দুঃখের বীনা বাজে যদি কখনো তোমার মনে, মন চায় কি বসতে আমার পাশে, উদাস দুপুরে, প্রশান্ত নদীর তীরে?
তুমি না চাইতে-
পৃথিবীর সবটুকু শীতলতা এনে দিতে আমায়, পেখম তোলা ময়ূরের পালক দেখাবে, দূর পাহাড়ি ঝর্ণায় স্নান করাবে, বৃষ্টি ভেজা রাতে মেঘের ফাঁকে একফালি চাঁদ দেখাবে?
আজও কি এমন স্বপনে নির্ঘুম রাত কাটে?
এখন হয়তো কদাচিত ভাবো আমায়
হৃদয় চৈতন্য জুড়ে নিত্য চিত্ত গহিনে জমাট বাঁধে কি ক্ষত?
পৃথিবীতে মানুষের বেড়েছে অহর্নিশ অভিনয়, বহুরূপী অবয়ব
একরাশ নূর নিয়ে আসবে; সেই আশায় ঘরে কপাট দিয়ে জেগে থাকি
এই বুঝি এলে!
তোমার জোৎস্না নূরে ভরবে আমার ঘর, আলোকিত হবে আমার ভিতর-বাহির