ছাত্র অধিকার পরিষদের প্রথম কাউন্সিল : সভাপতি বিন ইয়ামিন, সম্পাদক আরিফ আদিব

বিলাল মাহিনী /স্টাফ রিপোর্টার :

বাংলাদেশের ছাত্র রাজনীতির রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। সরাসরি প্রত্যক্ষ ভোটে কাউন্সিল করে সেই ইতিহাসে নতুন মাত্রা যোগ করলো বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠা সংগঠন বাংলদেশ ছাত্র অধিকার পরিষদের প্রথম কাউন্সিল ২৮ আগস্ট সোমবার অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিলে উৎসব মূখর পরিবেশে ভোটগ্রহনের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক হয়েছেন বিন ইয়ামিন মোল্লা সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুল ইসলাম আদিব এবং সাংগঠনিক সম্পাদকঃ মোল্যা রহমাতুল্লাহ।

রাজধানীর পুরানো পল্টন এলাকায় প্রিতম জামান টাওয়ারের কেন্দ্রীয় অফিসে ভোটগ্রহণের পর শনিবার বিকেলে ফলাফল প্রকাশ করা হয়।

পরিষদের একাধিক নেতা জানান, দুপুর ১টার দিকে পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিল অধিবেশন শুরু হয়। এটিই সংগঠনের প্রথম নির্বাচনী কাউন্সিল।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে জাতীয় সংগীত এবং প্রার্থীদের শুভেচ্ছা বক্তব্যের পর ভোট গ্রহণ শুরু হয়।

সভাপতি পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- মাহফুজুর রহমান, বিন ইয়ামিন মোল্যা ও আখতার হোসেন।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৩ জন হলেন- আরিফুল ইসলাম আদিব, শাকিলউজ্জামান ও হানিফ খান সজীব।

অধিবেশনে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক আহ্বায়ক হাসান আল মামুন, ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খাঁন, ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, তারেক রহমান, মাহফুজ খান, বিন ইয়ামিন মোল্লাসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Check Also

ইসলাম-বৌদ্ধ-হিন্দু-খ্রিষ্টান, সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সব ধর্ম, ইসলাম-বৌদ্ধ-হিন্দু-খ্রিষ্টান, সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চান বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।