বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দু’জন বাংলাদেশী নিহত হয়েছে।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খলিলুর রহমান ও পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নীলফামারীর বাসিন্দা বনেবরের ছেলে সাগর (২৭) ও পাটগ্রাম থানাধীন বড়িমারী ইউনিয়নের বাসিন্দা মো: বুলবুল ইসলামের ছেলে মো: ইউনুস আলী (৩৫)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার ভোরে শ্রীরামপুর সীমান্তের (৮৪৩) নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় ৫ থেকে ৬ বাংলাদেশী গরু আনতে যায়। এ সময় ভারতের কোচবিহার ১৪৭ বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ইউনুস ও সাগর বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ওই দুই বাংলাদেশী যুবকের লাশ ভারতীয় অংশে পড়ে আছে।

Check Also

ইসলাম-বৌদ্ধ-হিন্দু-খ্রিষ্টান, সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সব ধর্ম, ইসলাম-বৌদ্ধ-হিন্দু-খ্রিষ্টান, সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চান বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।