বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দু’জন বাংলাদেশী নিহত হয়েছে।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খলিলুর রহমান ও পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নীলফামারীর বাসিন্দা বনেবরের ছেলে সাগর (২৭) ও পাটগ্রাম থানাধীন বড়িমারী ইউনিয়নের বাসিন্দা মো: বুলবুল ইসলামের ছেলে মো: ইউনুস আলী (৩৫)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার ভোরে শ্রীরামপুর সীমান্তের (৮৪৩) নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় ৫ থেকে ৬ বাংলাদেশী গরু আনতে যায়। এ সময় ভারতের কোচবিহার ১৪৭ বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ইউনুস ও সাগর বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ওই দুই বাংলাদেশী যুবকের লাশ ভারতীয় অংশে পড়ে আছে।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।