সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে আউটসোসিং পর্দ্ধতিতে ঠিকাদার নিয়োজিত কর্মচারীবৃন্দের পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ মিছিল
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে আউটসোসিং পর্দ্ধতিতে ঠিকাদার নিয়োজিত কর্মচারীবৃন্দ পাল্টা মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটসোসিং পর্দ্ধতিতে ঠিকাদার কর্তৃক নিয়োজিত কর্মচারীবৃন্দের ব্যানার সম্বলিত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক হিসেবে রক্ষক, ওয়ার্ড মাস্টার ও পিমা এসোসিয়েটস লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টরের নামে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সচেতন সাতক্ষীরাবাসীর ব্যানারে কিছু স্বার্থান্বেষী ব্যক্তিবর্গ, শেখ মারুফ হোসেন, শেখ মশিয়ার রহমান বাবলু ও কামরুজ্জামান সোহাগ কর্তৃক মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে আউটসোসিং এর জনবল নিয়োগ সম্পর্কে মিথ্যা বানোয়াট ও কূরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটসোসিং পর্দ্ধতিতে ঠিকাদার কর্তৃক নিয়োজিত কর্মচারীবৃন্দের ব্যানারে মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আউটসোসিং এর কর্মরত মুহাম্মদ হাদিউজ্জামান বাদশার সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা কোন রাজনৈতিক নেতা না বা এটা কোন রাজনৈতিক সমাবেশ নয়। আমরা আজ রাস্তায় নেমেছি আমাদের বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার জন্য এবং আমাদের নায্য অধিকার আদায়ের জন্য এ বিক্ষোভ সমাবেশ। যারা একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে কটুক্তি করে তারা কখনও মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ হতে পারেনা। যারা মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি করেছে তারা যদি ক্ষমা চেয়ে তাদের বক্তব্য প্রত্যাহার না করে তাদেরকে সাতক্ষীরা থেকে ঝাটা পিটা করে বিদায় করা হবে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, বাস্তহারালীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক মোমীন হাওলাদার, জেলা মেডিকেল টেকনোলজিস্ট এসোিেসয়েশনের সভাপতি আব্দুল হালিম, মেডিকেল কলেজ প্যাথলোজিস্ট সুব্রত কুমার দাস, সহকারি মো. আশরাফুল ইসলাম, জেলা নার্সিং এসোসিয়েশনের সদস্য সেলিনা বেগম, স্টোর কিপার আহছান হাবীব, আউটসোসিং এ কর্মরত মোখলেছুর রহমান, আলমগীর হোসেন ও অনিমেষ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মেডিকেল টেকনোলজিস্ট এসোিেসয়েশনের সভাপতি আব্দুল হালিম।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …