গ্রামের কাগজ সম্পাদকসহ সাংবাদিক বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা প্রেসক্লাব বসুন্দিয়ার!

মোঃ রাসেল হোসেন, যশোর সদর প্রতিনিধিঃ

যশোর থেকে প্রকাশিত বহুল প্রচারিত গ্রামের কাগজের প্রকাশক সম্পাদক মুবিনুল ইসলাম মবিন, ভারপ্রাপ্ত সম্পাদক আঞ্জুমান আরা ও শিমুল ভূঁইয়া’র বিরুদ্ধে আদলতে মামলার ঘটনায় যশোর উপজেলার বসুন্দিয়ায় গতকাল রবিবার বিকাল ৩টায় প্রেসক্লাব বসুন্দিয়া’র পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

প্রেসক্লাব বসুন্দিয়া’র কার্যালয়ে এক প্রতিবাদ সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ এহেন অপতৎপরতা ও হয়রানি মূলক মিথ্যা ভিত্তিহীন মামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সনামধন্য একজন সম্পাদক ও ২জন সাংবাদিক নেতার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ভিত্তিহীন মামলা অনতি বিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান প্রেসক্লাব বসুন্দিয়া’র সভাপতি আবু তাহের, সহ-সভাপতি শেখ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সাধারণ সম্পাদক শেখ গফ্ফার রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লিটন, কোষাধ্যক্ষ আব্দুর রশীদ, প্রচার সম্পাদক অমল কৃষ্ণ পালিত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাসেল হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মুরাদ হোসেন, সিনিয়র সদস্য মোঃ কামাল হোসেন, শামীম রেজা, সদস্য সাঈদ ইবনে হানিফ, মোঃ হুমায়ুন কবীর,মোঃমাসুদুল হক ও আলী আযম। এসময় উপস্থিত বক্তারা বলেন তথ্যবহুল সংবাদ প্রেরণে যদি এমন হয়রানিমূলক মামলা হয় তাহলে ভবিষ্যতে সংবাদমাধ্যম মুখ থুবরে পড়বে।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।