নতুন ধারার জাতীয় পত্রিকা দৈনিক আলোড়ন আসছে পহেলা অক্টোবর

নিজস্ব প্রতিনিধিঃ

“নতুন ধারার জাতীয় পত্রিকা”এই স্লোগানটি ধারণ করে মোঃ সিরাজুল মনিরের প্রকাশনায় ১ অক্টোবর থেকে পাঠকের হাতে আসছে “দৈনিক আলোড়ন “।বস্তনিষ্ঠ সংবাদ ১৭ কোটি মানুষের হাতে পৌছে দিতে, নির্ভিক সাহসী,মেধাবী ও অভিজ্ঞ তরুণ ও প্রবীণ সংবাদকর্মী সাথে নিয়ে  ‘দৈনিক আলোড়ন’ এর আত্মপ্রকাশ ১ অক্টোবর। সিক্স সিজন গ্রুপ ইউকে’র ব্যবস্থাপনায় এবং মোহাম্মদ সিরাজুল মনিরের প্রকাশনায় এই জাতীয় দৈনিকটি সংবাদপত্রের জগতে আলোড়ন সৃষ্টি করবে বলে সকলের ধারণা ।

দৈনিক আলোড়ন এর প্রকাশক মোঃ সিরাজুল মনির  জানান, আমরা প্রথম গণমাধ্যম হতে চাইনা, আমরা ভালো গণমাধ্যম হতে চাই। আমরা সেরা হতে চাইনা, আমরা শক্তিশালী হতে চাই। তাই ‘বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনে এবং দেশ ও জনমানুষের দুভোর্গ তুলে ধরে ’ ১৭ কোটি মানুষের কথা বলতে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, ইতোমধ্যেই আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ হয়েছে এবং ২১ সেপ্টেম্বরের মধ্যে বিভাগীয় সম্মেলন শেষ করে আগামী ১ অক্টোর দেশজুড়ে গ্রাহকদের হাতে তুলে দিতে ভিন্নমাত্রার জাতীয় এই দৈনিক পত্রিকাটি প্রকাশ করতে পারবো বলে আমি আশা করছি, ইনশাআল্লাহ।

Check Also

৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে নলতা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগ কর্তৃক আয়োজিত আট দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত।

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ। ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে ২০ ই ডিসেম্বর (২০২৪) তারিখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।