যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

খালিদ ইবনে খলিলঃ সদর,যশোর প্রতিনিধিঃ

যশোরের সদর উপজেলায় পানিতে ডুবে হানজালা ইসলাম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আহসাননগর গ্রামের তরিকুল ইসলামের ছেলে ও গ্রামের কাগজের চুড়ামনকাটি প্রতিনিধি মিজানুর রহমানের ভাইপো।

গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় এই দুর্ঘটনাটি ঘটে।

মৃতের স্বজনরা জানান, হানজালা বাড়ির পাশে খেলা করছিল। এ সময় সে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন সন্ধ্যান না পেয়ে পুকুরে খোঁজ করতে নেমে তার মৃতদেহ উদ্ধার করে। আছরের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যু তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।