ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তালেবানের সাথে যোগাযোগ রাখবে ব্রিটেন। কিন্তু, তারা তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারকে স্বীকৃতি দিবে না। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে কাতারের গণমাধ্যম আল-জাজিরা।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, তালেবান কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা নতুন আফগান সরকারকে স্বীকৃতি দিবে না ব্রিটেন। কিন্তু, আফগানিস্তানের বর্তমান অবস্থার প্রেক্ষিতে তালেবানের সাথে কূটনীতিক সম্পর্ক রাখবে যুক্তরাজ্য। এছাড়া ব্রিটিশ কর্তৃপক্ষ চায় না যে আফগানিস্তানের বর্তমান আর্থ-সামাজিক কাঠামো ভেঙে পড়ুক।
পাকিস্তান সফরের সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবান কর্তৃপক্ষের সাহায্য ছাড়া আফগানিস্তানের কাবুল থেকে ১৫ হাজার ব্রিটিশ নাগরিককে সরিয়ে নেয়া সম্ভব হবে না। কারণ, ১৫ আগস্টের পর তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তাই আমরা তালেবানের সাথে সরাসরি যোগাযোগ ও সম্পর্ক রাখার ব্যাপারে গুরুত্ব দিচ্ছি
সূত্র : আল-জাজির