অভয়নগরে একই স্থান হতে দুইটি মোটরসাইকেল চুরি

উপজেলা প্রতিনিধি, (অভয়নগর), যশোর:

যশোর জেলার অভয়নগর উপজেলায় মৃত ব্যক্তির জনাজা নামাজ চলাকালে পাশ থেকে দুইটি মোটর সাইকেল চুরি হয়েছে। ৪ সেপ্টেম্বর ২০২১ শনিবার সকালে চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

৪ সেপ্টেম্বর ২০২১ শনিবার সকাল সাড়ে দশটায় নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স নবী এন্টারপ্রাইজের সত্ত্বাধীকারী মোহাম্মদ মিলন মোল্যার পিতা নবী মোল্ল্যার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। ওই প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, কর্মচারীসহ নওয়াপাড়া বাজারের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন জানাজায় অংশ নিতে উপস্থিত হয়। গ্রামের মুসল্লিরাও জানাজা নামাজে অংশ নেন। জানাজা নামাজ পড়তে যাওয়া ব্যক্তিদের অনেকেই মৃত নবী মোল্লার ভাই করিম মোল্লার বাড়ির উঠানে মোটর সাইকেল রেখে জানাজা নামাজে অংশ নেয়। জানাজা নামাজ শুরু হলে ওই স্থান থেকে চোরেরা দুইটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। এবং একটি মোটর সাইকেলের লক ভেঙ্গে রেখে যায়। চুরি হওয়া মোটরসাইকেল দুটির মালিক দুজনেই নবী এন্টারপ্রাইজে চাকুরি করেন।
চুরি হওয়া মোটর সাইকেল দুটির মধ্যে একটির মালিক উপজেলার সমশপুর গ্রামের অনাদি মণ্ডলের ছেলে উৎপল মণ্ডল। যার মডেল ডিসকভারি ১২৫ সিসি। রং-লাল-কালো। চুরি হওয়া অপর মটর সাইকেলটি ডাবল ডিক্স ১৬০ সিসি মডেল। রং- ব্লু। যার মালিক একতারপুর গ্রামতলার সিদ্দিক শেখ এর ছেলে তরিকুল ইসলাম।

চুরির খবর পেয়ে অভয়নগর থানার গাজীপুর ফাঁড়ির এস আই সুকল্যাণ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।