দক্ষিন নড়াইলের মধুরগাতি স্কুলের খেলার মাঠ দেখে কাঁদছে শিক্ষার্থীরা

এস বাবলুর রহমান ( নড়াইল সদর প্রতিনিধি) 

যেনো আদিম যুগের কোন এক আজপাড়াগায়ের কোন এক দৃশ্য। যেখানে গ্রামের হাজারো মানুষের বসবাস।যে খানে নেইকোন ভালো রাস্তা নেইকোন দোকান ঘর।একটা মাত্রবাজার তাও তিন কিলোমিটার দুরে, যেগ্রামে মানুষ খেলা দেখতে এক সময় মাঠে আসতো আজ সেই মাঠে তারাই আসে খেলা নয় মাঠের দুর অবস্থা দেখতে। স্কুল বন্ধ শিক্ষাথীরা বিকালে,সকালে বা দুপুরে মাঠে এসে রাস্তায় দাড়িয়ে মাঠের দিকে তাকিয়ে চোখের জল ছেড়ে নিরবে তাকিয়ে থাকে তারা।বলছি দক্ষিন নড়াইলের ১২ নং বিছালি ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ৮১ নং মধুর গাতী সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের করুন অবস্থার তথা। যে মাঠের খেলার মাঠ এখন জলাবদ্ধ। বিদ্যালয়ে যাবার রাস্তা কাঁদা পানিতে আবদ্ধ ।

গতকাল শুক্রবারে সড়জমিনে স্কুলের মাঠে গেলে দেখাযায় খেলার মাঠ দখল করে নিয়েছে এলাকার যতো রাজ হাসের দল।যেনো তারা মনের সুখে পাখা ঝাপটিয়ে চৈ চৈ করে খেলে, আর সেগুলো এলাকার তরুণ ছেলেরা মাঠের পাশে বসে মোবাইলে গেমের সাথে উপভোগ করে। খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হওয়ায় মাঠের খেলার পরিবেশ ভিগ্নিত হয়েছে। মাঠের আয়তন ছোট, নিচু ও পানি নিষকাশনের ব্যাবস্হা না থাকায় দিন দিন মাঠ নর্দমায় রুপ নিচ্ছে।

এলাকার অন্যতম ফুটবল খেলোয়াড় মাসুদ মোল্লা বলোন, কি আর করবো এই পচা দুর্গন্ধ কাদা পানিতে এলাকার হাসগুলো প্রান ভরে খেলুক।মধুর গাতী সবুজ সংঘের ফুটবল খেলোয়াড় রস্তম আলি জানান মাঠ কি আর আছে যে খেলাধুলা হবে ? এটা দেখার কেউ নেই। উঠতি বয়সের ছেলেরা এখন লুডু খোলা, গেম আর নেশায় আসক্ত তারা। সচেতনমহল জানিয়েছেন গ্রামের এই বিপদগামী যুবকদের সুস্থ ও স্বাভাবিক পথে ফিরিয়ে আনতে হলে বিদ্যালয়ের এই মাঠটি কে সংস্কার করা একান্ত প্রয়োজন। তাহলে ফিরে আসবে বিদ্যালয়ের পরিবেশ রক্ষা পাবে গোটা গ্রাম।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।