উপজেলা প্রতিনিধি (অভয়নগর) যশোর:
যশোর জেলার অভয়নগর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে (অনুর্ধ্ব-১৭ বালক) উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে নওয়াপাড়া পৌরসভা ফুটবল একাদশ।
উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ৪ সেপ্টেম্বর ২০২১ শনিবার বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নওয়াপাড়া পৌরসভা ৩-১ গোলে শ্রীধরপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার শুরুতে নওয়াপাড়া পৌরসভার পক্ষে প্রথম গোল করেন ১৩ নং জার্সিধারী সাকিব। ২২ মিনিটের মাথায় পৌরসভার পক্ষে ২য় গোলটি করেন ৭নং জার্সিধারী খেলোয়াড় ইমরান।
দ্বিতীয়ার্ধের ২১ মিনিটে পৌরসভার ১০ নং জার্সিধারী ইকরাম ৩য় গোলটি করেন।
খেলার শেষ মিনিটে শ্রীধরপুর ইউনিয়নের পক্ষে একমাত্র গোলটি করেন ১০ নং জার্সিধারী বিপ্লব সমাজপতী।নির্ধারিত সময়ে খেলা শেষ হয়।
খেলা শেষে নওয়াপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবস্থিত শাহ্ হাদীউজ্জামান স্বাধীনতা মঞ্চে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্যা, অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল প্রমুখ।
খেলার শুরুতে নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত উপস্থিত থাকলেও পুরস্কার বিতরণের পূর্বে জরুরী কাজে তিনি অন্যত্র চলে যান।
ফাইনাল খেলা পরিচালনা করেন অভিজ্ঞ রেফারী ইব্রাহিম হোসেন, সহকারী হিসেবে ছিলেন সুব্রত সরকার, হাবিবুর রহমান ও আজিজুর রহমান।
প্রসঙ্গত, করোনার কারণে ফাইনাল খেলাটি দীর্ঘদিন স্থগিত ছিল।