অভয়নগরে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

 

উপজেলা প্রতিনিধি (অভয়নগর) যশোর:

যশোর জেলার অভয়নগর উপজেলায় অভিয়ান চালিয়ে উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী ১১ টি মাদক মামলার আসামী সোহেল কাজী (৩২) কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার কাছ থেকে ২৪ পিস ইয়াবা ও ২শ’৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে ডিবি।

০৬ সেপ্টেম্বর ২০২১ সোমবার ভোর ৩ টা ১৫ মিনিটের সময় যশোরের ডিবি পুলিশের উপ-পরিদর্শক শাহীনূর রহমান, এএসআই এসএম ফুরকানের সমন্বয়ে একটা টিম অভয়নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার আমডাংগা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সোহেল কাজী (৩২) কে আটক করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ১১ টা মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় অভয়নগর থানায় নিয়মিত মামলা হয়েছে।
জেলা ডিবি পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে আটকের বিষয় নিশ্চিত হওয়া গেছে।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।