গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ গ্রেপ্তারকৃত ১০ নেতার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে দলটি। আজ সকালে মিরপুরে এ বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শাহ আলী মাজার মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাবতলী গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি লস্কর মোঃ তসলিম, মাহফজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরীর কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, মহানগরীর শূরা সদস্য আতাউর রহমান সরকার, ডা.মঈনুদ্দীন, ঢাকা মহানগর পশ্চিম শিবির সভাপতি শাব্বির বিন হারুন, উত্তর সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।