অভয়নগরে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা ২য় ডোজ প্রদান

 

সব্যসাচী বিশ্বাস (অভয়নগর) যশোর :

যশোর জেলার অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়নে একযোগে কোভিড ১৯ এর ভ্যাক্সিনেশন এর চলমান কার্যক্রম অনুসারে ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২১ সকালে উপজেলার সব কয়টি ইউনিয়নের মতো বাঘুটিয়া ইউনিয়নে করোনার ২য় ডোজ টিকা প্রদান শুরু হয়।

৭ আগষ্ট ২০২১ শনিবার প্রথম ডোজ গ্রহণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অভয়নগর উপজেলার ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তার। তারই ধারাবাহিকতায় ৭ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার সকাল ৯টা হতে ইউনিয়ন পরিষদে টিকার ২য় ডোজ প্রদান শুরু হয়। উপজেলার ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রথম ডোজ গ্রহণকারী ৬০০ জন এ ২য় ডোজ গ্রহণ করতে পারবেন। যার মধ্যে ৪০০ জন পুরুষ এবং ২০০ জন মহিলা।

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার জানান,৭ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার অত্র ইউনিয়নে ৪’শ পুরুষ ও ২’শ মহিলাকে ভ্যাকসিনের ২য় ডোজ দেয়া হবে। এ কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।