সাম্যবাদী আন্দোলনের নেতা টুটুলের লাশ উদ্ধার

খাগড়াছড়িতে সাম্যবাদী আন্দোলনের জেলা আহ্বায়ক কমরেড জাহেদ আহমেদ টুটুলের (৫৫) লাশ উদ্ধার হয়েছে।

রোববার সকালে মাটিরাঙা উপজেলার ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কমরেড জাহেদ আহমেদ টুটুল মাটিরাঙা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাবুপাড়ার বাসিন্দা। তার একটি মেয়ে রয়েছে।

কমরেড টুটুলের ঘনিষ্ঠজন এবং ব্যবসায়ী-সমাজকর্মী পলাশ চৌধুরী জানান, জাহেদ আহমেদ টুটুল তার আরেক রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়ুয়াকে সঙ্গে নিয়ে খাগড়াছড়ি শহরে যান। শনিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে তিনি একা মাটিরাঙার বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে রাতে তিনি বাসায় না ফেরায় তার স্বজনরা তাকে খুঁজতে থাকেন।

পর দিন রোববার সকালে মাটিরাঙা উপজেলার সদর ইউনিয়নের ‘সাপমারা-ব্যাঙমারা’ এলাকার মাঝামাঝি একটি সেতুর নিচে মোটরসাইকেলসহ তার লাশ পাওয়া যায়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।