অভয়নগরে ট্রাক কাভার্ডভ্যান ট্যাংকলরী প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি (অভয়নগর) যশোর:

যশোর জেলার অভয়নগর উপজেলার শিল্প শহর খ্যাত নওয়াপাড়ায় বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ট্যাংকলরী প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার দুপুরে নওয়াপাড়া ট্রাক টার্মিনাল সংলগ্ন সভাকক্ষে ১০ দফা দাবী আদায়ের লক্ষে ৪৮ ঘন্টা কর্মবিরতি পালনের ব্যাপারে অবহিতকরণের লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি ও যশোর জেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: রবিউল হোসেন রবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ট্যাংকলরী মালিক শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক হাজী তুফাজ্জেল হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক ও যশোর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিন অধীকারি ব্যাচা, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ট্যাংকলরী মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান, অর্থ সচিব আহম্মাদ আলী, যুগ্ম সচিব আব্দুল জব্বার, সদস্য মজুমদার।

এ সময় আরও বক্তব্য রাখেন, যশোর জেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (রেজি:১৯) এর সভাপতি গোলাম মোস্তফা, যশোর জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়ন (রেজি:২২৭) এর সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু । সভার সঞ্চালনা করেন, যশোর জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়ন (রেজি:২২৭) এর সাংগঠনিক সম্পাদক হারুনারশীদ ফুলু । বক্তাগণ ১০ দফা দাবী আদায়ের লক্ষে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ সোমবার ও মঙ্গলবার পণ্য পরিবহনে কর্মবিরতি পালন কর্মসূচি সফল করতে সকলের প্রতি আহবান জানান।

Check Also

১১—২৫ এপ্রিল সাতক্ষীরা জামায়াতের গণসংযোগ ইসলামের সুমহান দাওয়াত প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার আহবান

মুজাহিদুল ইসলাম, ক্রাইমবাতা রিপোট: পাড়া—প্রতিবেশী, সহকর্মী, আত্মীয়—স্বজনসহ ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।