উপজেলা প্রতিনিধি (অভয়নগর) যশোর:
যশোর জেলার অভয়নগর উপজেলার শিল্প শহর খ্যাত নওয়াপাড়ায় বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ট্যাংকলরী প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার দুপুরে নওয়াপাড়া ট্রাক টার্মিনাল সংলগ্ন সভাকক্ষে ১০ দফা দাবী আদায়ের লক্ষে ৪৮ ঘন্টা কর্মবিরতি পালনের ব্যাপারে অবহিতকরণের লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি ও যশোর জেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: রবিউল হোসেন রবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ট্যাংকলরী মালিক শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক হাজী তুফাজ্জেল হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক ও যশোর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিন অধীকারি ব্যাচা, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ট্যাংকলরী মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান, অর্থ সচিব আহম্মাদ আলী, যুগ্ম সচিব আব্দুল জব্বার, সদস্য মজুমদার।
এ সময় আরও বক্তব্য রাখেন, যশোর জেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (রেজি:১৯) এর সভাপতি গোলাম মোস্তফা, যশোর জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়ন (রেজি:২২৭) এর সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু । সভার সঞ্চালনা করেন, যশোর জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়ন (রেজি:২২৭) এর সাংগঠনিক সম্পাদক হারুনারশীদ ফুলু । বক্তাগণ ১০ দফা দাবী আদায়ের লক্ষে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ সোমবার ও মঙ্গলবার পণ্য পরিবহনে কর্মবিরতি পালন কর্মসূচি সফল করতে সকলের প্রতি আহবান জানান।