সাতক্ষীরা সঙ্গীতা সিনেমা হলে ‘চোর চোর’ এবং লাবনী সিনেমা হলে ‘আঘাত পাল্টা আঘাত’ সিনেমা ২টি প্রদর্শনের মাঝে অবৈধ অশ্লীল কাটপিস চালানো হচ্ছে। যা সেন্সর বোর্ড কর্তৃক অনুমোদিত নয়।
এমন তথ্যের সত্যতা যাচাইয়ে সোমবার সিনেমা হল দুটিতে এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোঃ জুবায়ের হোসেন, জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক ও পুলিশের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে দুটি হলেই অশ্লীল কাটপিস প্রদর্শনের সত্যতা পাওয়া যায়। পেন ড্রাইভের মাধ্যমে এসব অশ্লীল কাটপিস প্রদর্শন করা হচ্ছিল।
এছাড়া সিনেমা হলের ভিতরে-বাইরে অনুমোদনহীন অশ্লীল ও অশোভন পোস্টার প্রদর্শন করায় হল দুটিকে জরিমানা ও সিনেমা প্রদর্শনের মালামাল জব্দ করা হয়। লাবনী সিনেমা হল কর্তৃপক্ষকে নগদ তিন হাজার টাকা ও সিনেমা প্রদর্শনের সরঞ্জাম (মাল্টিমিডিয়া, সিপিইউ, পেনড্রাইভ) জব্দ করা হয়।
সঙ্গীতা সিনেমা হল কর্তৃপক্ষ মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় হলের কর্মচারী মোঃ সাব্বির এর উপস্থিতিতে উক্ত চলচ্চিত্র প্রদর্শনরত অবস্থায় সিনেমা হলের মাল্টিমিডিয়া ও সিপিইউ জব্দ করা হয়।