সংসার জীবন কেউ কোরো না গ্রহণ
জীবনের বাঁকে বাঁকে শুধুই দহন।
রান্নার ভাবনায় যায় কেটে দিন
পাবকের সেক লেগে কান্নার বীন
শাশুড়ীর কাছে বৌ নয় তো মেয়ে
দিন যায় ননদের কূটনামি গেয়ে
দিন শেষে নিদ্রায় ডুবলে নয়ন
শিশুদের কান্নায় বেড়ে যায় যাতন
পুরুষও কম নয় সংসার হলে
ঘানি টেনে কাতরায় নয়ন জলে
ঘাম ঝরা কষ্টের রোজগার টাকা
সওদার থলে হাতে মানিব্যাগ ফাঁকা
চিন্তায় ঘুম নেই সারারাত জাগা
চেয়ে দেখি আড় চোখে বৌটা রাগা!
ছেলে মেয়ের স্কুলের মাইনে বাকি
কেমনে ঘুমাই বলো ভোরটা জাগি?
সংসারে সুখ হয় রমণীর গুনে
পুরুষের কথা যদি নারীরা শুনে
সংসার ছাড়া তো নেই কোনো গতি
শান্তির নীড় গড়ে জায়া আর পতি।