নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ২০ শে সেপ্টেম্বর আগত সাতক্ষীরার তালা উপজেলার ৫ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে কম্পিউটার শিক্ষককে পদবী গোপন করে প্রভাষক সাজিয়ে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে তেঁতুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে। নির্বাচন অফিসার তালার স্বাক্ষরিত প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করার পত্রে এমন চিত্র দেখা যায়। পদবী গোপনকারী শিক্ষক হলেন সুভাষিণী ডিগ্রী দাখিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক। অথচ সে নিজেকে প্রভাষক দেখিয়ে জালিয়াতি করে প্রিজাইডিং অফিসার বনে গেছে। এ বিষয় সুভাষিনী ডিগ্রী দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল আলী হায়দার বলেন আশরাফুজ্জামান রিপন মাধ্যমিক পর্যায়ের কম্পিউটার শিক্ষক। প্রভাষক পদবী দেখিয়ে কিভাবে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেলেন জানতে চাইলে প্রিন্সিপাল জানান আমি কিছুই জানিনা। এ বিষয় তালা উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়ের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। কথা হয় জেলা নির্বাচন অফিসারের সাথে তিনি জানান, অনেক কেন্দ্র সবতো নলেজে থাকে না। আমি দেখছি বলে ফোন রেখে দেন। কিন্তু নির্বাচন কমিশন (ইসি) থেকে নির্বাচনে দায়িত্ব পালনে যে ১০ দফা নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে প্রথম শ্রেণির পদমর্যাদাসহ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকরাই সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে পারবেন। কিন্তু মাধ্যমিক পর্যায়ের একজন কম্পিউটার শিক্ষক কিভাবে পদবী গোপন করে প্রভাষক সেজে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেলো এ নিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। এ বিষয় চেয়ারম্যান প্রার্থী ডাঃ আফতাব উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন এটা ক্ষুভই দুঃখজনক বিষয়। যেখানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রভাষক রয়েছে অগনিত সেখানে একজন কম্পিউটার শিক্ষক জালিয়াতি করে প্রভাষক সেজে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেলেন। তিনি নির্বাচনে এই প্রিজাইডিং অফিসারের নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কিভাবে প্রভাষক সেজে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেলেন জানতে চাইলে কম্পিউটার শিক্ষক আশরাফুজ্জামান রিপন , প্রথমে বলেন আমি প্রভাষক কিন্তু তার প্রিন্সিপালের সাথে কথা হয়েছে এ প্রতিবেদকের তখন তিনি বলেন ৯ গ্রেডের কারনে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …