পাটকেলঘাটা: রাত পোহালে তালা উপজেলার ১১ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রবিবার মধ্যরাত থেকে সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ হয়ে গেছে।
সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ইতিমধ্যে শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে। তালা উপজেলার ১১ টি ইউনিয়নের মোট ভোটার ২ লাখ ৩০ হাজার ৮২৪ জন।
১১ টি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন ধানদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমার্থিত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম, স্বতন্ত্র জাহাঙ্গীর আলম (টেবিল ফ্যান), মো: দিদারুল ইসলাম মোটর সাইকেল), মো: হামিজ উদ্দীন গাজী (আনারস)।
নগরঘাটা ইউনিয়নে আওয়ামী লীগ সমার্থিত নৌকার প্রার্থী কামরুজ্জামান লিপু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মিলন কুমার ঘোষাল (মশাল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো: আজিজুর রহমান (হাত পাখা), স্বতন্ত্র এসএম আলতাফ হোসেন (মোটর সাইকেল), মো: জাহাঙ্গীর হোসেন (আনারস)।
সরুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী মতিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত শেখ শাহাদাত হোসেন (হাতপাখা), স্বতন্ত্র আব্দুর রব (আনারস), আমিনুজ্জমান (চশমা), জাহাঙ্গীর আলম (ঘোড়া), আব্দুল হাই (মোটর সাইকেল), শাহ আলম (টেবিল ফ্যান), শেখ জহরুল হক (রজনীগন্ধা)।
তেতুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ, স্বতন্ত্র মোস্তাফিজুর রহমান (আনারস), শেখ আফতাব উদ্দীন।
তালা সদর ইউনিয়নের জাতীয় পার্টি মনোনীত সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম (লাঙ্গল), আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী সরদার জাকির হোসেন, স্বতন্ত্র এড. মশিয়ার রহমান (আনারস)।
ইসলামকার্টি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, স্বতন্ত্র মো: গোলাম ফারুক (চশমা), মো: জাহাঙ্গীর আলম (আনারস), আব্দুল আজিজ (মোটর সাইকেল)।
মাগুরা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী গনেষ চন্দ্র দেবনাথ, ওয়াকর্স পার্টি মনোনীত হিরন্ময় মন্ডল (হাতুড়ি), স্বতন্ত্র এসএম আইয়ুব আলী (মোটর সাইকেল), জিএম ইমান আলী (চশমা), সুনীল কুমার দাশ (আনারস)।
খলিষখালী ইউনিয়নে আওয়ামী লীগ সমার্থিত নৌকার প্রার্থী সাংবাদিক মোজাফার রহমান ওয়াকর্স পার্টি মোল্লা সাবির হোসেন (হাতুড়ি), স্বতন্ত্র গাজী রেজাউল করিম (আনারস)।
খেশরা ইউনিয়নে প্রচারণা করছেন আওয়ামী লীগ সমার্থিত নৌকার প্রার্থী প্রভাষক রাজিব হোসেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শেখ কামরুল ইসলাম (আনারস)।
জালালপুর ইউনিয়নে প্রচারণা করছেন স্বতন্ত্র পরপর দু’বারের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, আওয়ামী লীগ সমার্থিত নৌকার প্রার্থী রবিউল ইসলাম মুক্তি।
খলিলনগর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী প্রভাষক প্রণব ঘোষ বাবলু, স্বতন্ত্র এসএম আজিজুর রহমান রাজু (আনারস), গোলাম রসুল (চশমা)।
তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।