উপজেলা প্রতিনিধি(অভয়নগর) যশোর:
যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা নির্বাচন ২০ সেপ্টেম্বর ২০২১ অনুষ্ঠিত হয়েছে। হাজারো পোস্টার, মাইকিং, দ্বারে দ্বারে ঘুরে জনসাধারণকে বোঝানো স্ব-স্ব প্রার্থীর বিষয়ে, চায়ের দোকানে চায়ের কাপে নির্বাচনের ঝড় অবসানের ১ দিন পর পৌরসভার ৩০ টি কেন্দ্রের ৮৮ টি বুথে প্রার্থী মেয়র ৩,কাউন্সেলর ৫৫ জন পুরুষ, মহিলা ১১ এর মধ্যকার ভোট যুদ্ধের ফলাফলে নির্বাচিত হয়ে নওয়াপাড়া পৌর সভার পৌর পিতা হলেন আ’লীগের দলীয় প্রার্থী, নৌকার মাঝি বার বার নির্বাচিত মেয়র সুশান্ত কুমার দাশ শান্ত।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর হলেন (১, ২, ও ৩ নং) ওয়ার্ডে রোকেয়া বেগম, (৩, ৪, ও ৫নং) ওয়ার্ডে শিরিনা বেগম, (৭,৮ ও ৯) নং ওয়ার্ডে রাশিদা আক্তার লিপি।
৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, ১নং ওয়ার্ডে মো. তানভির হোসেন তনু, ২নং ওয়ার্ডে মো. মোস্তফা, ৩নং ওয়ার্ডে তালিম হোসেন, ৪নং ওয়ার্ডে মো. সালাম শেখ, ৫নং ওয়ার্ডে মো. মিজানুর রহমান মোল্যা, ৬নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর বিশ্বাস, ৭নং মো. আকরাম হোসেন ফারাজী, ৮নং ওয়ার্ডে মো. বিপুল শেখ, ৯নং ওয়ার্ডে মো. মিজানুর রহমান।
উল্লেখ্য আজ অভয়নগরে নওয়াপাড়া পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৩০ টি কেন্দ্রের ৮৮ টি বুথে ৬৩ হাজার ১শ’ ৮৬ জনভোটার। উক্ত পৌর নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থী ,কাউন্সিলর প্রার্থী ৫৫ জন পুরুষ, ১১ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।