দীর্ঘ নাটকীয়তার পর খলিশখালিতে ১৩ ভোটে জিতলেন ছাব্বির

ভোটের আগের রাতেই সাতক্ষীরা প্রেসক্লাবের বাঘা বাঘা সাংবাদিক নেতারা যান তালার খলিশখালীতে। উদ্দেশ্য প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিটিভি’র সাতক্ষীরা প্রতিনিধি মোজাফ্ফর রহমানের নির্বাচন। এই ইউনিয়নের নির্বাচন নিয়ে সাংবাদিকদের একাংশের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা। কারন বাইরের প্রচারণা ছিল এবার চেয়ারম্যান মোজাফ্ফরের বিজয়ী হওয়াটা বেশ কষ্টসাধ্য। তারপরও দু’দফা ভোট পেছানোর পর তাঁর অবস্থা ভালো হয়েছে এমন প্রচারও ছিল অনেকের মধ্যে।

সর্বশেষ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থী মোজাফ্ফর রহমানের এলাকাতেই ছিলেন সাংবাদিকদের একটি বিশাল বহর। ভোট গননা শেষ হওয়ার সাথে সাথে রাত ৮টার দিকে ঐ সাংবাদিকদের কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মোজাফ্ফর রহমান জয়ী হয়েছেন বলে খবর দেন। অপরদিকে একই সময় খলিশখালীর প্রত্যন্ত অঞ্চলে অধ্যাপক সাবীর হোসেনের বিজয় মিছিলের স্লোগান শুনে অনেকের প্রকৃত তথ্য জানতে পত্রিকা অফিসে ফোন করেন। এভাবে চলতে থাকে প্রায় রাত ১২ টা পর্যন্ত। এরপর তালা উপজেলা সদর থেকে রিটানিং অফিসার ঘোষণা দেন ওয়ার্কার্স পাটি মনোনীত প্রার্থী অধ্যাপক সাবীর হোসেন ১৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোজাফ্ফর রহমান পেয়েছেন ৬১৭৫ ভোট এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী অধ্যাপক সাবির হোসেন পেয়েছেন ৬১৮৮ ভোট।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।