সব্যসাচী বিশ্বাস (অভয়নগর) যশোর:
যশোর জেলার অভয়নগর উপজেলার বিভিন্ন বিলের সংযোগ খালে বিভিন্ন প্রকার মাছ ধরার যন্ত্র এবং জালের সাহায্যে মাছ ধরতে জমছে মানুষ। যেন মেলা বসেছে মাছের মেলা। ধরছে মাছ আর বিক্রি হচ্ছে সেখানেই। পাইকারেরা হাজির মাছ ধরার স্থানে। গত কয়েকদিনের বৃষ্টিতে মাছের ঘের ভেসে বেরিয়ে এসেছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন সাইজের মাছ। বিলের সংযোগ খালের মাধমে এক বিল থেকে অন্য বিলে মাছ ঘুরছে আর ধরা পড়ছে বিভিন্ন মাছ ধরার যন্ত্রে।
সরেজমিনে বিভিন্ন বিলের সংযোগ খালের মুখে খোজ নিয়ে জানা যায়, উপজেলার ভৈরব উত্তর-পূর্ব অঞ্চলের ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জয়খোলা গ্রামের বুড়বুড়ে ও ধলার বিলের সংযোগ খালে প্রতিদিন প্রায় ৫০-৬০ মন মাছ ধরা পড়ছে। প্রতি কেজি ১শত থেকে ১শত ৫০ টাকায় মিলছে মাছ। ভেসাল জালে মাছ ধরছে জয়খোলার অমিত রায়, তিনি জানালেন, এ ৩ দিনে প্রায় ১৫ মন মাছ ধরেছি, সবই বিক্রি করে দিয়েছি। প্রায় ৬০ হাজার টাকার মাছ বিক্রি করা হয়েছে আর চারা মাছ যা ধরেছি সব নিজের পুকুরে ছেড়েছি।
৫ নং শ্রীধরপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের বাসিন্দা মুরাদ হোসেন বলেন, শখের বসে জাল দিয়ে মাছ ধরতে যাই, দুই তিন ঘন্টা জাল ফেললে পাওয়া যাচ্ছে ৩৫-৪০ কেজি মাছ। ফ্রিজ ভরে গেছে তাই আর যাবো না প্রায় মাস খানেক সময়ের আমিষের চাহিদা পূরণ।
অভয়নগরের অধিকাংশ ঘের ভেসে মাছ বেরিয়ে গেছে। মাছের ছড়াছড়ি, খুব সস্তায় মিলছে বড় ছোটো বিভিন্ন সাইজের মাছ। বসে গেছে অস্থায়ী মাছের বাজার, বিভিন্ন শহর থেকে ব্যাপারী আসছে আর মাছ কিনে নিয়ে যাচ্ছে।