অভয়নগরে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে রাস্তা সংস্কার

সব্যসাচী বিশ্বাস (অভয়নগর) যশোর :

যশোর জেলার অভয়নগর উপজেলাধীন আদিলপুর বিভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ রাস্তা টানা কয়েক দিনের বৃষ্টিতে চলার অনুপযোগী হয়ে পড়ে। চোখ যায় আদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। দেরী না করেই কাজে লেগে পড়েন শিক্ষার্থীদের নিয়ে।

২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার বিদ্যালয় ছুটির পর অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ছবি রানী হোড়ের তত্ত্বাবধানে ভেঙে যাওয়া রাস্তা সংস্কার কাজ শুরু করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সহকারি শিক্ষক শিশির কুমার বিশ্বাস ও মো: এনামুল হক উপস্থিত শিক্ষার্থীদের সাথে নিয়ে স্কুল সংলগ্ন রাস্তা মাটি ও ইটের গুড়া এবং ভাঙা ইট দিয়ে নিজস্ব চিন্তা থেকে রাস্তা সংস্কার করেন।

শিক্ষার্থীদের চলাফেরায় অসুবিধা নিরসন এবং শিক্ষার্থীদেরকে সামাজিক কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ এই কাজটি বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিদ্যালয়ের শিক্ষকগণ।

Check Also

গণসংযোগ পক্ষ কর্মসূচি নিয়ে তৎপর সাতক্ষীরা জামায়াত

আবু সাইদ বিশ্বাস, ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:  ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী ফ্যাসিবাদমুক্ত দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।