পিতা-মাতা আনন্দে মেতে
সুখের সংসার পেতে
বংশ ধরে রাখতে
সমাজে স্বীকৃতি দিতে
নিজেদের সম্মান বাঁচাতে
আনলো আমায় ডেকে
এই সুন্দর জগতে
নিঃসন্তান গালি ঘুচাতে
ভবিষ্যৎ আখের গোছাতে
শান্তিতে জীবন বাঁচাতে
আমার জন্ম দিলো তাই
সন্তান চাই না হতে
মানুষ হতে চাই
আমি মানুষ হতে চাই।
পাড়ার খেলার মাঠেতে
বন্ধুকে জিতিয়ে নিতে
নিজেকে বলি দিতে
চুপ করে মার খেতে
অন্যায় মেনে নিতে
নিজেকে গুটিয়ে নিতে
বন্ধুর বাহাবা পেতে
বাবার বকুনি খেতে
রান্নারত মায়ের হাতে
খুন্তির ছ্যাকা খেতে
বন্ধু চাই না হতে
মানুষ হতে চাই
আমি মানুষ হতে চাই।
সমাজকে আলো দিতে
নিজেকে জ্বালিয়ে দিতে
পুড়ে পুড়ে কালো হতে
মিথ্যার শত্রু হতে
মিথ্যাকে আকড়ে নিতে
নিজের অবস্থান পেতে
সত্যকে ভুলে যেতে
নেতাকে খুশি করতে
তাকে সাপোর্ট দিতে
সামাজিক চাই না হতে
মানুষ হতে চাই
আমি মানুষ হতে চাই।
আন্দাজকে না মেনে নিতে
বিশ্বাসীর হাতে মার খেতে
সত্যিকে এড়িয়ে যেতে
জানিনা বলে বিশ্বাসী হতে
অনুভূতিকে ভুল বুঝতে
যুক্তিকে দূরে ঠেলে রাখতে
গায়ে তেল মেখে চলতে
পশুকে পশু না বলতে
কারো কাছে ছারপোকা হতে
শব্দ দূষণ মেনে নিতে
ইচ্ছাকে মূল্য দিতে
পারবো না রে পারবো না
আমি আর অমানুষ হতে
পারবো না।
মানুষ হতে চাই
আমি মানুষ হতে চাই।