তোমারই সুখের আশায় আত্ম হত্যা করে,
তোমাকে আগলে রেখে নিজেকে নষ্ট করে,
জীবন চলার পথে না পাওয়ার কষ্টেও হেসে,
তোমার মিথ্যে হাসির আশায় নিজেকে বাধ্য করে, হাত তুলে দিতে পারবো না আমি পারবো না।
সত্যকে মিথ্যে জেনে মিথ্যেকে সত্য বলে,
অপরাধ আর অন্যায় করে তোমার বিজয়
কেতন উড়াতে পারবো না আমি পারবো না।
যত্রতত্র অপমান অবহেলা আর নিগৃহীত হয়ে
তোমাকে সবার মাথায় কাঁঠাল রেখে, কোষ খাওয়াতে পারবো না আমি পারবো না।
তোমার চিন্তার খাঁচায় নিজেকে বন্দী করে,
আমার অস্তিত্ব নষ্ট করে তোমাকে মাথায় নিয়ে নাচতে পারবো না আমি পারবো না।
তোমার বলা ভুল কথাগুলো যাচাই বাছাই না করে শুধু লোভনীয় মোহ হৃদয়ে নিয়ে জ্ঞান হারিয়ে লজ্জহীন বোকার দলে ভিড়ে যেতে পারবো না আমি পারবো না।