পুলিশের মামলায় মামুনুল হকের পরবর্তী হাজিরা ২৩ ডিসেম্বর

পুলিশের মামলায় হেফাজত নেতা মাওলানা মামুনুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর পরবর্তী হাজিরা ২৩ ডিসেম্বর ধার্য করেছেন কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

রোববার দুপুরে আমলি আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী এ তারিখ নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন বেলা ১১টা ৫০ মিনিটে মাওলানা মামুনুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে আদালতে হাজির করা হয়। ১০ মিনিটের মধ্যে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে তাদের আবার কারাগারে পাঠানো হয়।

এর আগে শুক্রবার দুপুরে মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সড়কপথে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

কুমিল্লার চান্দিনায় প্রশাসনের অনুমতি ছাড়া আয়োজিত মাহফিলে অংশগ্রহণ এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর পুলিশ এ মামলা করে।

এ ঘটনায় মামুনুলকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। সেই মামলায় হাজিরা দিতে তাদের আদালতে নেওয়া হয় আজ।

Check Also

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কম্বল বিতরণ

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কর্কশিট ও ২০০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।