অভয়নগরের প্রেমবাগে ভূমিদস্যুর অত্যাচারে অতিষ্ঠ কয়েকটি পরিবার

উপজেলা প্রতিনিধি(অভয়নগর) যশোর:

যশোর জেলার অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহাজের পাড়ার বাসিন্দা মৃত মোবারেক মোল্লার ছেলে মহাসিন মোল্লা নামের ভূমিদস্যুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে কয়েকটি পরিবার। এমনকি তার অত্যাচারের হাত থেকে রেহাই পাচ্ছে না তার আপন বোন, আত্নীয়স্বজন ও প্রতিবেশীরা। তার বিপক্ষে কথা বললেই ভয়ভীতি ও অশ্লীল ও অশোভনীয় আচরণ করে থাকে। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নানা অনিয়ম ও অনৈতিক কার্যক্রম অব্যাহত রাখায় তার বিরুদ্ধে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
মহাসিন কথায় কথায় ভিটামাটি ছাড়া করার ভয় দেখিয়ে মহল্লাবাসীদের জিম্মি করে রাখে বলেও জানায় এলাকাবাসী।

জানা যায়, প্রেমবাগ গ্রামের মৃত মান্নান সরদারের ২ ছেলে মকছেদ সরদার ও মিন্টু সরদার তার মায়ের নামে দলিলকৃত ৮ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। কিন্তু অভিযুক্ত ভূমিদস্যু মহাসিন বাড়ি ঘর ভাংচুর করে তাদেরকে উচ্ছেদ করে জমি দখল নেয়। ভুক্তভোগী অসহায় পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে।

এ ব্যাপারে মহাসিনের ভাগ্নে মজনু বলেন, আমার মায়ের সম্পত্তি আমাদেরকে বুঝে না দিয়ে উল্টে আমাদের উপর অত্যাচার করছে।
স্থানীয় বাসিন্দা মুনসুর রহমান বলেন, চায়না বাজারের একটি মসজিদের জমি মহাসিন নিজের নামে করে নিয়েছে।
তিনি আরো বলেন আমরা এই মামলাবাজের উপযুক্ত বিচার চাই।

প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন বলেন, মহাসিন আসলে একজন চতুর প্রকৃতির লোক। এলাকাবাসী তাকে মামলাবাজ ভূমিদস্যু বলে চেনে। তাই এই মামলাবাজ ভুমি দস্যু মহাসিনের দ্রুত বিচার দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।