শেখ হাসিনার জন্মদিনে সাতক্ষীরায় ছাত্রলীগের মিছিল

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হেসেনের নেতৃত্বে ওই কর্মসূচি পালিত হয়।

এর আগে সকাল ৯টা থেকে সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে মিছিলসহ ছাত্রলীগের নেতা কর্মীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জড়ো হতে থাকেন। সেখান থেকে মিছিল নিয়ে ‘শুভ শুভ শুভ দিন শেখ হাসিনার জন্মদিন, আজকে মোদের খুশির দিন ইত্যাদি স্লোগানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগ তথা বাংলাদেশের অহংকার। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি বাংলাদেশকে একটি অনন্য পর্যায়ে পৌঁছেছে। আমরা এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমার ও আমার প্রাণপ্রিয় সংগঠনের আজ খুশির দিন। জননেত্রী শেখ হাসিনার অর্জনকে জাতির সামনে আরও বেশি বেশি তুলে ধরা উচিত।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাসিম্দ্দুীনের সভাপতিত্বে এ সময় জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি

Check Also

ঈদে সুন্দরবন ভ্রমণে হাজারো পর্যটকের ভীড়

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা রেঞ্জ এর আওতাধীন সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের কলাগাছিয়া ফরেস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।