সাতক্ষীরা প্রতিনিধি: দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরার একটি টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর সাথে গ-গোলের জের ধরে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক ইয়ারব হোসেন মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্রে যান। সেখানে টিকাদানে কিছু অনিয়মের অভিযোগ তোলেন সাংবাদিক ইয়ারব হোসেন। এ সময় ওই টিকাদান কেন্দ্রে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী মনিরুল ইসলামের সাথে তার বচনার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যকর্মী মনিরুল ইসলাম সাংবাদিক ইয়ারব হোসেনের নামে সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ তুলে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে। পরে বেলা আড়াইটার দিকে পুলিশ ইয়ারব হোসেনকে সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুরস্থ বাস ভবন থেকে গ্রেপ্তার করে । সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ইয়ারব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …